ময়মনসিংহ ও টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই দুই প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে ১৪ থেকে ১৯তম গ্রেডে ৪৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে শুধু ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী আবেদন করতে পারবেন।
ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিসংখ্যানবিদ, স্টোরকিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্বাস্থ্য সহকারী, গাড়িচালক ও ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদে মোট ২৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে শুধু ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। ২৮ মে পর্যন্ত আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন।
টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোরকিপার, স্বাস্থ্য সহকারী ও গাড়িচালক পদে মোট ২১৯ জনকে স্থায়ী/অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এসব পদে শুধু টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী বুধবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
ময়মনসিংহ স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে ২৬১ পদে জনবল নিয়োগের বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি দেখতে http://csmymensingh.teletalk.com.bd/ লিংকে ক্লিক করুন। টাঙ্গাইল স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে ২১৯ পদে জনবল নিয়োগের বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি দেখতে http://cstangail.teletalk.com.bd/ এখানে ক্লিক করুন।