ঢাকা Saturday, 04 May 2024

২৪ ঘণ্টা যেতেই বাড়ল সোনার দাম 

স্টার সংবাদ

প্রকাশিত: 17:36, 21 April 2024

আপডেট: 17:38, 21 April 2024

২৪ ঘণ্টা যেতেই বাড়ল সোনার দাম 

একদিন, মানে ২৪ ঘণ্টা যেতে না যেতেই আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিতে ৬৩০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রোববার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে নতুন এই দাম কার্যকর করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

এর আগে শনিবার (২০ এপ্রিল) ভরিতে ৮৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সেই দাম কার্যকর হয়েছিল ওইদিনই বিকেল সাড়ে ৩টা থেকে।

এ নিয়ে চলতি এপ্রিল মাসে তিন দফায় ৪ হাজার ৫৬০ টাকা বাড়িয়ে শনিবার ৮৪০ টাকা কমানো হয় সোনার দাম। 

রোববার বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ৯৭ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হবে ৭৮ হাজার ৬৬২ টাকা।

এদিকে রুপার দাম আগের মতোই আছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।