ঢাকা Saturday, 04 May 2024

ঈদের আগে চড়া খাতুনগঞ্জের মসলার বাজার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: 11:36, 8 April 2024

ঈদের আগে চড়া খাতুনগঞ্জের মসলার বাজার

ফাইল ছবি

ঈদ কেন্দ্র করে চড়া হতে শুরু করেছে দেশের বৃহত্তম মসলার বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের মসলার বাজার। দুই মাসের ব্যবধানে বিভিন্ন ধরনের মসলার দাম বেড়েছে ১০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।

চট্টগ্রামের খাতুনগঞ্জের মসলা ব্যবসায়ীরা জানিয়েছেন, অধিকাংশ মসলা ভারত থেকে আনা হয়। ভারতের ওপর খাতুনগঞ্জের মসলার বাজার নির্ভর করে। পাশাপাশি আমদানি শুল্কও বেশি থাকায় পণ্যটির বাজারে প্রভাব পড়েছে।

চট্টগ্রামের বৃহত্তর ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে বর্তমানে দুই মাসের ব্যবধানে প্রতি কেজি জয়ত্রীতে ৫০ টাকা বেড়ে ২ হাজার ৯০০ টাকা, এলাচে ৩০০ টাকা বেড়ে ২ হাজার ৪০০ টাকা, কেজিতে ৪০ টাকা বেড়ে দারুচিনি ৫০০ টাকা, জায়ফল ৩০ টাকা বেড়ে ৭০০ টাকা, তেজপাতা ১০ টাকা বেড়ে ১০০ টাকা, কালোজিরায় ৩০ টাকা বেড়ে ২৯০ টাকা, কেজিতে ৮০ টাকা বেড়ে ভারতীয় হলুদ ২৯০ টাকা, শুকনা লাল মরিচে (দেশি) ১০ টাকা বেড়ে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি ভারতীয় জিরা ৬৪০ টাকা, মিষ্টি জিরা ১৮৫ টাকা, লবঙ্গ ১ হাজার ৬২০ টাকা, সাদা সরিষা ২৬৫ টাকা, ধনিয়া ১৬০ টাকা ও গোলমরিচ ৮২০ টাকায় বিক্রি হচ্ছে।

খাতুনগঞ্জের মসলা আমদানিকারক ফারুক আহমদ বলেন, মসলা বিলাসবহুল পণ্য হওয়ায় এটির আমদানি শুল্কও বেশি। মসলা আমদানি করতে গেলে ৫১ শতাংশ শুল্ক দিতে হয়। তাই মসলার দাম বেড়েছে।

চট্টগ্রাম মসলা আমদানিকারক সমিতির সভাপতি অমর কান্তি দাস বলেন, প্রতিবেশী দেশ ভারত থেকে অধিকাংশ মসলা আনা হয়। সেখানে কমলে আমাদের এখানে কমে। যদি ভারতে বেড়ে যায়, তাহলে খাতুনগঞ্জেও বেড়ে যায়।

তবে খাতুনগঞ্জে পেঁয়াজের বাজার নিম্নমুখী। বর্তমানে প্রতি কেজি মেহেরপুরী পেঁয়াজ ৪০ টাকা, ফরিদপুরের পেঁয়াজ ৩৭ থেকে ৪২ টাকা, চোরাই পথে আসা ভারতীয় পেঁয়াজ ৪৫ টাকা, চায়না আদা ১৪০ থেকে ১৪৫ টাকা, চায়না রসুন ১৭০ থেকে ১৭২ টাকা ও দেশি রসুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, বর্তমানে ক্রেতার আনাগোনা একেবারে নেই বললেই চলে। তার ওপর দেশি পেঁয়াজের সরবরাহও বেশ ভালো। চোরাই পথেও আসছে ভারতীয় পেঁয়াজ। তাই পণ্যটির দাম কমতির দিকে রয়েছে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, সুযোগসন্ধানী ব্যবসায়ীরা সব সময় সুযোগের অপেক্ষায় থাকে। ঈদ ঘনিয়ে আসতেই মুরগি, মসলা, আলু অর্থাৎ ওই সময়ের প্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ানো হয়। দাম বাড়ানোর পেছনে ব্যবসায়ীদের কোনো না কোনো অজুহাত থাকেই। কাজেই সরকারের সংস্থাগুলোর উচিত কঠোরভাবে বাজার মনিটরিং করা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করছি। এক দিনের জন্যও অভিযান বন্ধ রাখছি না। তবুও আমরা আবারও মসলার বাজার খতিয়ে দেখব। কোনো অনিয়ম পেলে অবশ্যই বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্রেতাদের বলব, যেকোনো পণ্য কেনার ক্ষেত্রে প্রতারণার শিকার হলে আমাদের জানাতে হবে। তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব।