ঢাকা Saturday, 04 May 2024

পাবনায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 18:47, 20 April 2024

পাবনায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু

পাবনা শহরে হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত সুকুমার দাসের বয়স ৬০ বছর। তিনি পাবনা শহরের শালগাড়িয়া এলাকার জাকিরের মোড় এলাকার বাসিন্দা।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। 

পাবনা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, শালগাড়িয়ার এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল লোকজন। এখানে আনার আগেই তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, আমরা অনুমান করছি, প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তিনি মারা গেছেন। পরে তার পরিবার এসে মরদেহ নিয়ে যায়।

শনিবার পাবনায় সর্বোচ্চ ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি পাবনা জেলায় চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

অসহনীয় গরমে অতিষ্ঠ এই জেলার মানুষের জীবন। হাসপাতালে বাড়ছে গরমজনিত নানা রোগে আক্রান্ত বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, গত কয়েকদিন ধরে পাবনায় ৪০ ডিগ্রি বা এর বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে এত তাপমাত্রা রেকর্ড হয়নি। ঈশ্বরদীসহ আশপাশের এলাকাজুড়ে তীব্র তাপপ্রবাহ বইছে। এ তাপমাত্রা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।