ঢাকা Saturday, 27 July 2024

খেলা শেষের আগেই উইকিপিডিয়া দেখাল অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 21:15, 19 November 2023

আপডেট: 21:16, 19 November 2023

খেলা শেষের আগেই উইকিপিডিয়া দেখাল অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন

খেলা তখনো চলছে। ৩২ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৭২ রান। তারা খুইয়েছে ৩ উইকেট। জিততে হলে করতে হবে ২৪১। ভারতীয় বোলার-ফিল্ডাররা চেষ্টা করছেন এর আগেই অস্ট্রেলিয়াকে বেঁধে ফেলতে।

কিন্তু এসবের চেয়েও এগিয়ে যেন তথ্যভাণ্ডার উইকিপিডিয়া। তাদের ওয়েবসাইটে তখন ভাসছে, ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

রোববার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে উইকিপিডিয়ার ওয়েবসাইটে গিয়ে এমন চিত্র দেখা যায়।

ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যে কোনো সময় ঘুরে যেতে পারে খেলার ধারা। আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৩২ ওভার পর ম্যাচের চিত্র দেখে মনেই হচ্ছিল ভারত আস্তে আস্তে পিছিয়ে পড়ছে বিশ্বকাপ হাতে পাওয়ার সৌভাগ্য থেকে। 

অন্যদিকে পরম ধৈর্য ধরে মাটি কামড়ে পড়ে থাকা হেড ও লাবুরচেঞ্চের কল্যাণে একটু একটু করে জয়ের সুবাতাস বইছে অজি শিবিরে। 

কিন্তু যত যাই হোক না কেন খেলা তখনো অনেক বাকি। তাই আগেভাগেই অস্ট্রেলিয়াকে ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন লিখে দেয়াটা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। 

প্রসঙ্গত, এই ম্যাচ জিতলে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ঘরে তুলবে অস্ট্রেলিয়া। অন্যদিকে ভারত জয়ী হলে তারা তৃতীয়বারের মতো বিশ্বকাপের স্বাদ পাবে।