ঢাকা Saturday, 27 July 2024

এশিয়া কাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক 

প্রকাশিত: 14:34, 16 September 2023

এশিয়া কাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

এশিয়া কাপের ১৬তম আসরে প্রায় ২১ দিনের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।  শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টাইগাররা।

এর আগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচের পরপরই টিম হোটেল ত্যাগ করে সাকিব বাহিনী।

এয়িশা কাপ খেলতে গত ২৬ আগস্ট শ্রীলঙ্কা যায় বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৩১ আগস্ট প্রথম ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয় টাইগাররা। ওই ম্যাচে বাংলাদেশের পরাজয় ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের লাহোরে আফগানিস্তানকে ৮৯ রানে পরাজিত করে এশিয়া কাপের সুপার ফোরে খেলা নিশ্চিত করে বাংলাদেশ।

সুপার ফোরে পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে ৭ উইকেটে এবং কলম্বোয় শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরে যায় সাকিব আল হাসানের দল। সে সঙ্গে ফাইনালের আগে ছিটকে পড়া নিশ্চিত হয় তাদের। শেষ ম্যাচে এসে ভারতকে হারালো ৬ রানের ব্যবধানে।