ঢাকা Thursday, 28 March 2024

বাংলাদেশের বিরুদ্ধে লড়াই জমাতে চায় আইরিশরা

স্টার সংবাদ 

প্রকাশিত: 12:12, 18 March 2023

বাংলাদেশের বিরুদ্ধে লড়াই জমাতে চায় আইরিশরা

ছবি : সংগৃহীত

ঘরের মাঠে খেলা হলে সাধারণত প্রতিপক্ষের ব্যাটারদের জন্য কঠিন একটি উইকেটের পরীক্ষায় ফেলে দেয় বাংলাদেশ। নিজেদের স্পিন সামর্থ্যে আস্থা রেখে ফল বের করতে মরিয়া থাকে তারা। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ভিন্ন কিছু হওয়ার আভাস দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সফরকারী আইরিশরাও ওয়ানডে সিরিজের ভেন্যুর ইতিহাস থেকে হচ্ছে আশাবাদী। বড় রানের উইকেটে বাংলাদেশের সঙ্গে তুমুল লড়াই জমাতে চায় আইরিশরা। ২০১৮ সাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত ওয়ানডে হয়েছে মোট চারটি। চারটিতেই জিতেছে বাংলাদেশ। এর মধ্যে স্বাগতিকরা তিনশো ছাড়ানো পুঁজি গড়েছে তিনবার। জিম্বাবুয়েও একবার ছাড়িয়েছে তিনশো। অর্থাৎ এই মাঠে ৮ ইনিংসের মধ্যে চারটি ছিল তিনশো ছাড়ানো।

গতকাল সংবাদ সম্মেলনে আইরিশ অলরাউন্ডার হ্যারি টেক্টর জানালেন, উইকেটের ব্যাপারে মুক্তমনে থাকবেন তারা, তবে আশায় আছেন ব্যাটিং উইকেটের, ‘ইংল্যান্ড-বাংলাদেশের শেষ সিরিজে আন্তর্জাতিক পার স্কোরের চেয়ে একটু কম রান হয়েছে। কিন্তু আমার মনে হয় সিলেটে গড়ে ৩০০ রানের বেশি হয়। কাজেই প্রত্যাশা করা যায় ব্যাটিং উইকেট হবে। ভালো ক্রিকেটিং উইকেট। হয়ত কিছুটা স্পিনও করবে, যেমনটা হয় বাংলাদেশে। কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে হবে। স্পিন হতেই পারে, আবার নাও হতে পারে। কঠিন উইকেট হতে পারে আবার ভালো উইকেট হতে পারে। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।’

ভালো উইকেটে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ জমানোর সামর্থ্য রাখে আয়ারল্যান্ড। গত বছর জুলাই মাসে ম্যালাহাইডে নিউজিল্যান্ডের ৩৬০ রান তাড়া প্রায় করেই ফেলেছিল তারা। ম্যাচ হেরেছিল স্রেফ ১ রানে। সেই ম্যাচে ১০৬ বলে ১০৮ রানের ইনিংস খেলেছিলেন টেক্টর। ঘরের মাঠে দুর্দান্ত ছন্দে থাকলেও বাংলাদেশকে কঠিন সময় দিতে আত্মবিশ্বাসী তারা, ‘হ্যাঁ (তুমুল লড়াই প্রত্যাশা), তা করি। আমার মনে হয় বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে। তারা বড় দলগুলোকে হারাচ্ছে, বিশেষ করে ঘরের মাঠে। তাদের ঘরের মাঠে তারা দুর্দান্ত। এখান থেকে ফল বের করা তাই বেশ চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। আমরা যদি ভালো খেলি যেভাবে আমরা পারি। আমরা অবশ্যই ফল পাব।’ ‘আশার কথা এখানে আগেও দুইবার আমরা খেলেছি। কাজেই কেমন হতে পারে সব ধারনা আছে। কিন্তু দুনিয়ার এই প্রান্তে খেলতে এলে স্পিনের বিপক্ষে পরীক্ষা দিতে হবে।’ আয়ারল্যান্ডকে ভালো করতে হলে টেক্টরকে রাখতে হবে বড় অবদান। ২৬ ওয়ানডের ক্যারিয়ারে ১ হাজার ৭১ রান করেছেন তিনি ৫৩.৫৫ গড়ে। সবশেষ খেলা তিন ম্যাচের মধ্যে দুইটিতেই আছে সেঞ্চুরি। এই ছন্দে ধরে রাখতে চান বাংলাদেশেও, ‘ওয়ানডে ক্রিকেটে আমি ভালো ছন্দে আছি। এই ছন্দটা ধরে রাখতে চাই। আশা করছি পারফর্ম করে জেতায় অবদান রাখব।’

আয়ারল্যান্ড দল : অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, পল স্টার্লিং, কার্টিস ক্যাম্পার, ম্যাথিউ হামফ্রেস, লরকান টাকার, স্টেফেন ডোহেনি, মার্ক অ্যাডায়ার, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, বেঞ্জামিন হোয়াইট, অ্যান্ডি ম্যাকব্রিন, জোশুয়া লিটল।