ঢাকা Thursday, 28 March 2024

ফুটবলে এলো ‘সাদা কার্ড’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 04:22, 24 January 2023

ফুটবলে এলো ‘সাদা কার্ড’

ফুটবলকে আরো আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নিয়েছে ফিফা। সেই সব উদ্যোগের ফলে এবার এই জনপ্রিয় ক্রীড়ায় যুক্ত হয়েছে ‘সাদা কার্ড’। 

রেফারির হাতে হলুদ ও লাল কার্ড ফুটবল মাঠে খুবই সাধারণ দৃশ্য। ১৯৭০ সাল থেকে এই দুটি রঙের কার্ড ব্যবহার করে আসছেন রেফারিরা। তবে এবার ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো সাদা কার্ড ব্যবহার করলেন রেফারি। খবর : ডেইলি মেইল।

ঐতিহাসিক এই ঘটনা ঘটেছে পর্তুগালের বেনফিকা নারী দল ও স্পোর্টিং নারী দলের মধ্যকার ম্যাচে। এই ম্যাচ চলাকালে হঠাৎ করে একজন ফুটবলার অসুস্থ হয়ে পড়েন। তাকে সেবা দিতে মেডিক্যাল স্টাফরা দ্রুত মাঠে প্রবেশ করেন। ঠিক সেসময়ই রেফারি পকেট থেকে বের করে সাদা কার্ড দেখান। 

ঘটনার আকস্মিকতায় মাঠে উপস্থিত সমর্থকরা একটু হকচকিয়ে যান প্রথমে। কিন্তু একটু পরেই তারা বুঝতে পারেন, ইতিহাসের সাক্ষী হলেন তারা। দুই দল খেলতে নামলেও তারা যে একজনের অসুস্থতাকে বেশি গুরুত্ব দিয়েছে সেটির প্রশংসা করার জন্যই রেফারি এই সাদা কার্ড ব্যবহার করেন।