ঢাকা Saturday, 27 July 2024

প্রার্থিতা ফিরে পেতে চারদিনে ৪৩১ জনের আপিল

স্টার সংবাদ

প্রকাশিত: 22:02, 8 December 2023

আপডেট: 22:04, 8 December 2023

প্রার্থিতা ফিরে পেতে চারদিনে ৪৩১ জনের আপিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে চারদিনে আপিল আবেদন করেছেন ৪৩১ জন প্রার্থী। নির্বাচন কমিশনে (ইসি) প্রথম দিন আপিল করেন ৪২ জন, দ্বিতীয় দিন ১৪১ জন, তৃতীয় দিন ১৫৫ এবং চতুর্থ দিনে অর্থাৎ শুক্রবার (৮ ডিসেম্বর) ৯৩ জন আপিল করেছেন।

শুক্রবার বিকেলে ইসি সূত্রে এসব তথ্য জানা যায়। একই সময় বৈধ প্রার্থীদের বিরুদ্ধেও আপিল আবেদন জমা পড়েছে।

চতুর্থ দিন ঢাকার ১৭ জন, কুমিল্লার ১১ জন, চট্টগ্রামের ৯ জন, ফরিদপুরের ৫ জন, সিলেটের ৪ জন, ময়মনসিংহের ১৪ জন, বরিশালের ৪ জন, খুলনার ১১ জন, রাজশাহীর ১৩ জন ও রংপুরের ৫ জন তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। 

আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। 

আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।