ঢাকা Saturday, 27 July 2024

১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা

স্টার সংবাদ

প্রকাশিত: 19:11, 4 December 2023

১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা

ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে ১৪ দলীয় জোটের শরিক দলগুলো নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকটি শুরু হয়েছে। 

সূত্র জানিয়েছে, এই বৈঠকে শরিকদের সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে আলোচনা হতে পারে। 

এর আগে রোববার (৩ ডিসেম্বর) বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই শরিকরা জোটের প্রধান শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে উন্মুখ হয়ে আছে। অবশেষে তার অবসান হচ্ছে।

২০০৮ সাল থেকেই ১৪ দলীয় জোট একসঙ্গে নির্বাচন করে আসছে। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনেও শরিক দলের আট নেতা নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারো জোটের শীর্ষ নেতারা নৌকা প্রতীকেই ভোট করার আগ্রহ প্রকাশ করেছেন।