
ছবি: সংগৃহীত
বিএনপির দম ফুরিয়ে গেছে, তাই হাঁটা শুরু করেছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পদযাত্রা করে কোনো লাভ হবে না। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেলে চট্টগ্রামে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাই কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে না আসলে জনগণ থেকে আরও দূরে সরে যাবে।
ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান অ্যান্ড প্রিলিমিনারি ফিজিবিলিটি স্টাডি ফর আরবান মেট্রোরেল ট্রানজিট কনস্ট্রাকশন অব চট্টগ্রাম মেট্রোরেল এরিয়া শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে প্রয়োজনীয় ৬০ লাখ ডলার অনুদান হিসেবে দিচ্ছে কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি। বাকি ১৩ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার।
কেওআইসিএ’র অর্থায়নে চট্টগ্রাম নগরকেন্দ্রিক মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। সম্ভাব্যতা যাচাইয়ের পর প্রতিবেদনের ভিত্তিতে মেট্রোরেল ও পরিবহণ অবকাঠামোখাতে বিভিন্ন প্রকল্প নেয়া হবে বলেও জানান মন্ত্রী।