ঢাকা Monday, 20 May 2024

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

স্টার সংবাদ

প্রকাশিত: 12:42, 9 May 2024

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

ফাইল ছবি

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে বা রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান। আজ সকালে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

আবদুর রহমান খান বলেন, চলমান এই বৃষ্টিপাত আগামী রোববার (১২ মে) পর্যন্ত হতে পারে। বৃষ্টির প্রবনতা কমলে বাড়বে তাপমাত্রা। তবে ১৭ মে পর্যন্ত দেশে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে একটি লঘু চাপ সৃষ্টি হতে পারে। এ সময় অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা কুষ্টিয়ার কুমারখালীতে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০.০ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামের সিতাকুন্ডে রেকর্ড করা হয়েছে।