ঢাকা Saturday, 04 May 2024

দুবাই বন্দরে পৌঁছেছে এমভি আব্দুল্লাহ 

স্টার সংবাদ

প্রকাশিত: 19:22, 21 April 2024

দুবাই বন্দরে পৌঁছেছে এমভি আব্দুল্লাহ 

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। জাহাজটিতে জলদস্যুদের হাতে জিম্মি হওয়া ২৩ জন বাংলাদেশি নাবিকও রয়েছেন।

রোববার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তার দেয়া তথ্যানুসারে, জলদস্যুদের সঙ্গে জাহাজ ও নাবিকদের মুক্তির ব্যাপারে চলমান সমঝোতা সফলভাবে শেষ হওয়ার পর দস্যুরা জাহাজটিকে গত ১৪ এপ্রিল মুক্তি দেয়। জাহাজটি রোববার দুবাই বন্দরে পৌঁছেছে।

তিনি বলেন, জাহাজটি বর্তমানে বন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছে। অনুমতি পেলে আজ রাতে কিংবা আগামীকাল সকালে বন্দরের জেটিতে ভিড়বে জাহাজে থাকা ৫৫ হাজার টন কয়লা খালাসের জন্য। জাহাজের নাবিকরা সবাই সুস্থ আছেন।

জলদস্যুদের হাত থেকে মুক্তির পর জাহাজটি সোমালি উপকূল থেকে প্রায় ১ হাজার ৪৫০ নটিক্যাল মাইল যাত্রা করে দুবাই পৌঁছায়। এজন্য সময় লেগেছে আটদিন।