ঢাকা Saturday, 27 July 2024

বেইলি রোডে আগুন : নিহতের সংখ্যা বেড়ে ৪৫

স্টার সংবাদ

প্রকাশিত: 10:50, 1 March 2024

বেইলি রোডে আগুন : নিহতের সংখ্যা বেড়ে ৪৫

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। 

শুক্রবার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ২টায় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানান, ১০ জন মারা গেছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এবং ঢাকা মেডিক্যালে মারা গেছেন ৩৩ জন। 

অন্যদিকে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানানা, তিনি পুলিশ হাসপাতালে একজনকে মৃত দেখেছেন। 

সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।