ঢাকা Tuesday, 05 December 2023

হঠাৎ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ঢাকা ত্যাগ

স্টার সংবাদ

প্রকাশিত: 14:47, 16 November 2023

আপডেট: 14:49, 16 November 2023

হঠাৎ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ঢাকা ত্যাগ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস হঠাৎ করেই ঢাকা ত্যাগ করছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা ত্যাগ করবেন বলে কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, পিটার হাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন হঠাৎ করেই তার এই ঢাকা ত্যাগ করার কারণ এখনো জানা যায়নি।

এদিকে, নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে গতকাল বুধবার বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন কথা উল্লেখ করেন। চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপরও জোর দেন মার্কিন এই রাষ্ট্রদূত।