
ফাইল ছবি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৪ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট কেনা যাবে। তবে শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে।
বৃহস্পতিবার (২৫ মে) বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১৪ জুন থেকে শুরু হওয়া টিকিট বিক্রি শেষ হবে ১৮ জুন। এই কয়েক দিনে কেনা যাবে ২৪ থেকে ২৮ জুনের টিকিট। বাংলাদেশ রেলওয়ের টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট পাওয়া যাবে।
এর আগে বুধবার রেল ভবনে ঈদুল আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট নিয়ে সভা হয়। এ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।