
ছবি: সংগৃহীত
অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাঙালির প্রাণের এই বইমেলার উদ্বোধন ঘোষণা করেন।
এর আগে, অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন সরকারপ্রধান। এদিন বিকেল ৩টায় বাংলা একাডেমির অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন জাতির পিতার আরেক কন্যা শেখ রেহানা।
বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে এবং রূপা চক্রবর্তী ও শাহাদাত হোসেন নিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা।
অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ মন্ত্রিপরিষদ সদস্য, সরকারের পদস্থ কর্মকর্তা ও ভাষাপ্রেমী-বইপ্রেমীরা উপস্থিত ছিলেন।