ঢাকা Thursday, 28 March 2024

পল্লবী স্টেশনে থামছে মেট্রোরেল

স্টার সংবাদ

প্রকাশিত: 16:44, 25 January 2023

আপডেট: 21:46, 25 January 2023

পল্লবী স্টেশনে থামছে মেট্রোরেল

উত্তরা থেকে আগারগাঁও অংশে বিরতিহীন ট্রেন চালু হওয়ার পর এবার প্রথম পল্লবী স্টেশনে বিরতি দিয়ে যাত্রী পরিবহন শুরু হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে প্রথমবারের মতো পল্লবী স্টেশনে ট্রেন থামে এবং যাত্রী নিয়ে ৩০ সেকেন্ড পরেই আগারগাঁওয়ে চলে যায়।  

এদিন দেখা যায়, সকাল ৮টার আগেই স্টেশনের তিনটি দরজা খুলে দেয়া হয় এবং যাত্রীরা স্টেশনে প্রবেশ করেন।  

সরেজমিনে দেখা যায়,  পল্লবী স্টেশনে কোনো ভিড় নেই। স্টেশনের দুই অংশের ছয়টি টিকিট বিক্রয় মেশিনের একটি বন্ধ রাখা হয়েছে। এছাড়াও সরকারি দলের অঙ্গ সংগঠনের (ছাত্রলীগের) কর্মীরা স্টেশনে আসা যাত্রীদের গোলাপ ফুল, চকলেট ও তাদের নেতার নামের লিফলেট দিয়ে শুভেচ্ছা জানান।

পাশাপাশি খুচরা টাকা না থাকায় মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে না পারায় অনেককে কাউন্টারে পাঠাতে দেখা যায়। স্টেশনে টিকিট বিক্রয় মেশিনে কোন কোন মুদ্রা প্রবেশ করানো যাবে, সেই নির্দেশনা সম্বলিত ছবি টানিয়ে রাখতে দেখা যায়।  

দায়িত্বরত রোভার স্কাউট সোহাগ বলেন, মেশিনের ভেতরে খুচরা টাকা না থাকায় আমরা কাউন্টারে পাঠাচ্ছি। এছাড়া ২০১৯ সালের পরের সময়ে ছাপানো টাকাও নিচ্ছে না মেশিন। তবে যাত্রী কম থাকায় এ নিয়ে স্টেশনে অবশ্য কোনো ভোগান্তি ছিলো না।

এর আগে, গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর দিন ২৯ ডিসেম্বর থেকে যাত্রী চলাচল শুরু হয় মেট্রোরেলে।