ঢাকা Thursday, 02 May 2024

মুক্তিপণ নিয়ে পালানোর পথে ৮ জলদস্যু গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: 20:15, 14 April 2024

আপডেট: 20:19, 14 April 2024

মুক্তিপণ নিয়ে পালানোর পথে ৮ জলদস্যু গ্রেপ্তার

মুক্তিপণ নিয়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিককে ছেড়ে দিয়ে সোমালিয়ার তীরে পৌঁছানোর পর অন্তত আট জলদস্যুকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

সোমালিয়ার সময় শনিবার রাত ১২টার দিকে জাহাজটি ছেড়ে দিয়ে উত্তর-পূর্ব সোমালিয়ার ফেডারেল রাজ্য পুন্টল্যান্ডের পূর্ব উপকূলের তীর থেকে তাদের আটক করা হয়। দেশটির একাধিক সূত্র অনুসারে জলদস্যুরা আল-শাবাব জঙ্গিদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিল।

দেশটির পান্টল্যান্ড পুলিশ ফোর্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে সোমালিয় সংবাদমাধ্যম গারো অনলাইন জানিয়েছেন যে ,বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করা জলদস্যু দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পান্টল্যান্ড পুলিশ। তবে অভিযানে জলদস্যুদের দেওয়া মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।