ঢাকা Friday, 26 April 2024

ব্রাজিলে পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে ১৩ জনের মৃত্যু

আন্তর্জতিক ডেস্ক

প্রকাশিত: 12:28, 24 March 2023

আপডেট: 15:29, 24 March 2023

ব্রাজিলে পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে ১৩ জনের মৃত্যু

ব্রাজিলে সন্ত্রাসবিরোধী অভিযানে পুলিশের গুলিতে ১৩ জন নিহত হয়েছেন। এসময় দুই ব্যক্তিকে আটকসহ এবং বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রিও ডি জেনেইরো শহরের কাছে একটি অপরাধী দলের প্রধানকে গ্রেপ্তার করতে এই অভিযান চালানো হয়।

পুলিশের জানায়, বৃহস্পতিবারের অপারেশনটি বিশেষভাবে পাড়ায় পুলিশের বিরুদ্ধে ধারাবাহিক হামলার জন্য দায়ী ব্যক্তিদের লক্ষ্য করে। চক্রটির বিরুদ্ধে ২০২১ সালে ৪০ জন  পুলিশ অফিসার হত্যার অভিযোগ রয়েছে। ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা রাজ্যের মাদক চক্রের মূল হোতা লিওনার্দো কোস্তা আরাউজো লুকিয়ে রয়েছেন- এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। আরাউজোকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা করে অপরাধী চক্রের সদস্যরা। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে সন্দেহভাজন অপরাধীরা নিহত হন। সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। তিনি বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আরাউজোকে গ্রেপ্তারে পুলিশের এই অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করা হয়।