ঢাকা Saturday, 27 July 2024

ফ্রান্সে আইফোন-১২ বিক্রি বন্ধ

তথ্য-প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: 17:35, 15 September 2023

ফ্রান্সে আইফোন-১২ বিক্রি বন্ধ

ফাইল ছবি

ফ্রান্সে আইফোন-১২ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রক সংস্থা এএনএফআর। বিদ্যুৎ-চৌম্বকীয় বিকিরণের (ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন) মাত্রা বেশি থাকায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কর্মীদের এ নিয়ে মুখ খুলতে নিষেধ করেছে মোবাইল ফোনটি তৈরিকারী কোম্পানি অ্যাপল। খবর রয়টার্স।

জানা গেছে, কর্মীদের আইফোন ১২-এর রেডিয়েশন ইস্যুতে নির্দেশনা দিয়েছে অ্যাপল। প্রযুক্তি জায়ান্টটি তাদের কর্মীদের এ নিয়ে গ্রাহকদের সঙ্গে কিছু না বলার নির্দেশ দিয়েছে। কেনার দুই সপ্তাহের বেশি সময় পর কেউ আইফোন ১২ পরিবর্তন করতে আসলে তাকেও ফিরিয়ে দিতে বলা হয়েছে। নিরাপত্তা ইস্যুতে গ্রাহকরা কিছু জানতে চাইলে তাদের আশ্বস্ত করতে বলা হয়েছে।

ফ্রান্সের পদক্ষেপের পরে ইউরোপের অন্য দেশগুলোও নড়েচড়ে বসেছে। জার্মানির সরকারি সংস্থা বিনেটসএ জানিয়েছে, তারাও একই প্রক্রিয়া অনুসরণ করবে। বেলজিয়ামের ডিজিটাল অর্থনীতি বিষয়ক প্রতিমন্ত্রী ম্যাথিউ মিশেল জানিয়েছেন, আইফোন-১২ এর স্বাস্থ্যঝুঁকি পরীক্ষা করে দেখার তিনি দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে নির্দেশ দেবেন। 

ফ্রান্স আইফোন ১২ বিক্রি বন্ধের নির্দেশ দেয়ার পর এখন ইউরোপীয় ইউনিয়নে আরো কয়েকটি দেশে জনপ্রিয় স্মার্টফোনের এই মডেলটি নিষিদ্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

সূত্র : রয়টার্স