ঢাকা Saturday, 27 July 2024

বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি প্রতিষ্ঠান 

স্টার সংবাদ

প্রকাশিত: 19:37, 12 September 2023

বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি প্রতিষ্ঠান 

গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরবের প্রতিষ্ঠান ‘ডাটাভোল্ট’। এই অর্থ দিয়ে সেখানে স্থাপন করা হবে ডাটা সেন্টার। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে প্রতিষ্ঠানটির চিফ স্ট্যাট্রেজি অফিসার আয়াদ আল আমরি গুলশানের রেনেসাস হোটেলে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই ঘোষণা দেন। 

জানা গেছে, হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটিকে হাইটেক সিটিতে ৩ একর ভূমি বরাদ্দ দেয়ার আশ্বাস দিয়েছে।

বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী হাইটেক পার্কে বিনিয়োগে সরকারের নানা প্রণোদনা এবং ভবিষ্যৎ বাজার সম্ভাবনার কথা তুলে ধরেন।

একইসঙ্গে ডাটাভোল্টকে তাদের আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ জানিয়ে তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী পলক।

বৈঠকে বাংলাদেশের আইসিটিসহ অন্যান্য খাতে বিনিয়োগের সম্ভাব্যতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফর উল্লাহসহ  ডাটাভোল্ট এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।