ঢাকা Saturday, 27 April 2024

দেশে ডেঙ্গুতে আরো ১ মৃত্যু

স্টার সংবাদ

প্রকাশিত: 21:12, 23 March 2024

দেশে ডেঙ্গুতে আরো ১ মৃত্যু

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে চারজন ডেঙ্গুরোগী। শনিবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

এর আগে গত ২০ মার্চ স্বাস্থ্য অধিদপ্তর একজনের মৃত্যুর খবর দিয়েছিল। সবমিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ গেল ২২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২০ জনে।

গত জানুয়ারি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন। তাদের মধ্যে মারা যান ১৪ জন। 

ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন এবং তাদের মধ্যে মারা যান তিনজন।

মার্চে এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৬ জন। তাদের মধ্যে মারা গেছেন পাঁচজন। 

শনিবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৪৪ জন এবং ঢাকার বাইরে ৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৩ সালে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন। একই সময়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জন মারা যান ডেঙ্গুতে।