ঢাকা Saturday, 27 July 2024

ডেঙ্গুতে প্রাণ গেল আরো ১১ জনের

স্টার সংবাদ

প্রকাশিত: 19:47, 11 September 2023

ডেঙ্গুতে প্রাণ গেল আরো ১১ জনের

ফাইল ছবি

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত আরো ১১ জন মারা গেছেন গত একদিনে। তাদের মধ্যে সাতজন ঢাকা নগরের বাসিন্দা এবং বাকি চারজন ঢাকার বাইরের। এদিকে এই  সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৪৪ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী।

সোমবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৯৪৪ জনের মধ্যে ঢাকার ৯৬৭ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৯৭৭ জন। 

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪১ জন। তাদের মধ্যে ঢাকার ৫২৮ জন এবং ঢাকার বাইরের ২১৩ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫১ হাজার ২৭২ জন। তাদের মধ্যে ঢাকার ৬৮ হাজার ২৬ জন এবং ঢাকার বাইরের ৮৩ হাজার ২৪৬ জন। 
 
এদিকে বর্তমানে ৯ হাজার ৮১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ২০৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫ হাজার ৬০৯ জন। 

এ পর্যন্ত চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪০ হাজার ৭১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তি। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৩ হাজার ২৯১ জন এবং ঢাকার বাইরের ৭৭ হাজার ৪২৪ জন।