
ফাইল ছবি
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত আরো ১১ জন মারা গেছেন গত একদিনে। তাদের মধ্যে সাতজন ঢাকা নগরের বাসিন্দা এবং বাকি চারজন ঢাকার বাইরের। এদিকে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৪৪ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী।
সোমবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৯৪৪ জনের মধ্যে ঢাকার ৯৬৭ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৯৭৭ জন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪১ জন। তাদের মধ্যে ঢাকার ৫২৮ জন এবং ঢাকার বাইরের ২১৩ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫১ হাজার ২৭২ জন। তাদের মধ্যে ঢাকার ৬৮ হাজার ২৬ জন এবং ঢাকার বাইরের ৮৩ হাজার ২৪৬ জন।
এদিকে বর্তমানে ৯ হাজার ৮১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ২০৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫ হাজার ৬০৯ জন।
এ পর্যন্ত চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪০ হাজার ৭১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তি। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৩ হাজার ২৯১ জন এবং ঢাকার বাইরের ৭৭ হাজার ৪২৪ জন।