ঢাকা Saturday, 27 July 2024

ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাড়ে ছয়শোর কাছাকাছি

স্টার সংবাদ

প্রকাশিত: 19:21, 4 September 2023

ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাড়ে ছয়শোর কাছাকাছি

দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাড়ে ছয়শোর কাছাকাছি পৌঁছেছে। গত একদিনে অ্যাডিস মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪৬ জন। 

একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ২ হাজার ৮২৩ জন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮ হাজার ৬৯ জন ডেঙ্গুরোগী।

সোমবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা নগরের বাসিন্দা ১ হাজার পাঁচজন এবং ঢাকার বাইরের ১ হাজার ৮১৮ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা চারজন এবং ঢাকার বাইরের আটজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৩ হাজার ১৩৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬১ হাজার ৪৮৯ জন এবং ঢাকার বাইরের ৭১ হাজার ৬৪৫ জন।

এই সময়ে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৩ হাজার ৪১৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৬ হাজার ৯৬৯ জন এবং ঢাকার বাইরের ৬৬ হাজার ৪৫০ জন।

গত বছর ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।