ঢাকা Saturday, 27 July 2024

সময় বাড়ল কলেজে ভর্তির আবেদনের

স্টার সংবাদ

প্রকাশিত: 19:45, 10 June 2024

সময় বাড়ল কলেজে ভর্তির আবেদনের

ফাইল ছবি

একাদশ শ্রেণিতে (কলেজ) ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে। সোমবার (১০ জুন) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ ১৩ জুন রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো। পাশাপাশি পুনঃনিরীক্ষণে যেসব শিক্ষার্থীদের ফলাফল পরিবর্তন হবে তারাও এ সময়ের মধ্যে আবেদনের সুযোগ পাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট (https://www.xiclassadmission.gov.bd)  ব্যতীত অন্য কোনো ভুয়া ওয়েবসাইটের বিজ্ঞাপন থেকে কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ এর দায় বহন করবে না।

প্রসঙ্গত, গতবারের মতো এবারও একাদশ শ্রেণির ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে।