ঢাকা Saturday, 27 July 2024

মঙ্গলবার থেকে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

স্টার সংবাদ

প্রকাশিত: 19:44, 1 April 2024

আপডেট: 19:45, 1 April 2024

মঙ্গলবার থেকে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

ফাইল ছবি

আগামীকাল মঙ্গলবার (২ এপ্রিল) থেকে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। এই দিন সকাল ১০ টায় রাজধানীর কাওরানবাজারে টিসিবি ভবনের সামনে এসব পেঁয়াজ বিক্রির উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

সোমবার (১ এপ্রিল) টিসিবির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা থেকে কমিয়ে ৪০ টাকা দরে বিক্রি করা হবে।

এতে বলা হয়-ঢাকায় ১০৩টি, চট্টগ্রামে ৫৫টি এবং গাজীপুরে ১৫ থেকে ১৭টি স্পটে এসব পেঁয়াজ বিক্রি হবে। প্রতিদিন প্রতিটি ট্রাকে ১০ টন করে পেঁয়াজ থাকবে। মঙ্গলবার যেসব স্পটে পেঁয়াজ পৌঁছানো সম্ভব হবে না, সেসব স্পটে পরের দিন থেকে পেঁয়াজ পাওয়া যাবে।

উল্লেখ্য, ভারত থেকে আমদানি করা ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজের প্রথম চালান রোববার (৩১ মার্চ) রাতে ঢাকায় পৌঁছেছে। এতে করেই ১০ টাকা কেজি দরে পেঁয়াজ দিতে পারছে টিসিবি।