ঢাকা Saturday, 27 July 2024

বাংলাদেশকে আরো ১০০ মিলিয়ন ডলার ফেরত দিল শ্রীলঙ্কা 

স্টার সংবাদ

প্রকাশিত: 20:09, 1 September 2023

বাংলাদেশকে আরো ১০০ মিলিয়ন ডলার ফেরত দিল শ্রীলঙ্কা 

বাংলাদেশের কাছ থেকে নেয়া ঋণের আরো ১০০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে শ্রীলঙ্কা। এর আগে ৫০ মিলিয়ন ডলার ফেরত দি‌য়ে‌ছিল দেশটি। বাংলাদেশের কাছ থেকে মোট ২০০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিল সমুদ্র পরিবেষ্টিত শ্রীলঙ্কা। 

শুক্রবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

তিনি জানান, এ পর্যন্ত নেয়া ঋণের মধ্যে ১৫০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে শ্রীলঙ্কা। বাকি ৫০ মিলিয়ন ডলারও শ্রীলঙ্কা যথাসময়ে ফেরত দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

প্রসঙ্গত, তিন মাসের মধ্যে ফেরত দেয়ার শর্তে কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় ২০২১ সালে ঋণ নেয় শ্রীলঙ্কা। কিন্তু যথাসময়ে ওই ঋণ ফেরত দিতে পারেনি দেশটি। পরে কয়েক দফায় তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ঋণ পরিশোধের সময় বাড়ায় বাংলাদেশ ব্যাংক। সেই হিসাবে আগামী সেপ্টেম্বরের মধ্যে শ্রীলঙ্কার পুরো ঋণ পরিশোধের কথা রয়েছে।