ঢাকা Saturday, 27 July 2024

রোয়াংছড়ি থেকে কেএনএফের সন্দেহভাজন আরো ৩ সদস্য গ্রেপ্তার 

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: 18:22, 27 May 2024

রোয়াংছড়ি থেকে কেএনএফের সন্দেহভাজন আরো ৩ সদস্য গ্রেপ্তার 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন আরও তিনজন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী ।

সোমবার (২৭ মে ) দুপুরে গ্রেপ্তারদের কঠোর পুলিশি পাহারায় রোয়াংছড়ি সদর থেকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে গতকাল রোববার (২৬ মে) রোয়াংছড়ি সদর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- কেএনএফ সদস্য জোহান বম (৪৫), লাল হোম লিওন বম (৩৭) এবং লাল রাম লিয়ান বম (৩৮)। তারা সবাই উপজেলার পাইক্ষ্যং পাড়ার বাসিন্দা। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রোয়াংছড়ি থানায় দায়ের করা মামলায় ৩ জন আসামিকে আদালতে হাজির করা হলে আদালতে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।