ঢাকা Saturday, 27 July 2024

উল্লাপাড়ায় আনারস চাষে সফলতার সম্ভাবনা দেখছে চাষিরা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশিত: 14:05, 26 May 2024

উল্লাপাড়ায় আনারস চাষে সফলতার সম্ভাবনা দেখছে চাষিরা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আনারস চাষে সফলতার সম্ভাবনা দেখছে চাষিরা। উপজেলার কয়েকটি গ্রামে শখ করে বিশ-পঁচিশটি করে উন্নত জাতের আনারস আবাদ করা হয়েছে। 

বড়হর ইউনিয়নের পাগলা দক্ষিণপাড়ার হাজী খোদা বক্স শখ করে নিজ বাড়িতে বছর দুয়েক আগে মধুপুর থেকে উন্নত জাতের আনারস গাছ এনে আবাদ করেন। সময়মতো গাছে আনারস ফল আসা ও বড় হওয়ার পর গাছেই পাকার পর তোলা হয়। তিনি মনে করেন উপজেলায় আনারস আবাদ করে সফল হওয়া যাবে। 

উপজেলা কৃষি অফিসার সূবর্ণা ইয়াসমিন সূমী বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকার উৎসাহী ক'জন অল্প জায়গায় শখ করে এর আবাদ করেছেন। এতে সফলতা বলতে গাছে আনারস ফল এসেছে। ফলের আকার ও স্বাদে কমতি নেই। এর আবাদে লাভ ভালো হবে। তবে উপজেলার উচু মাঠগুলোর জমিতে এর আবাদ করতে হবে। চারা ভালো জাতের ও সঠিক পরিচর্যায় সফলতা মিলবে।’