ঢাকা Sunday, 19 May 2024

কালাইয়ে নির্বাচনী সহিংসতায় ৪ জন আহত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: 15:30, 6 May 2024

কালাইয়ে নির্বাচনী সহিংসতায় ৪ জন আহত

ফাইল ছবি

জয়পুরহাটের কালাই উপজলায় নির্বাচনী সহিংসতায় ৪ জন আহত হয়েছেন। রোববার (৫ মে) রাত ১০টার দিকে উপজেলার বোড়াই গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা সবাই আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলালের কর্মী বলে জানা গেছে।

আহতরা হলেন- একই উপজলার বোড়াই গ্রামের সাজ্জাদুর রহমান (৩৫), আনতাজ আলী (৪৫), রাঘবপুর গ্রামের স্বাধীন হোসেন (২২) ও রনি মিয়া (২৭)।

আহতরা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে তারা নির্বাচনী প্রচারণা শেষে বোড়াই গ্রামে চেয়ারম্যান প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলালের আনারস মার্কার নির্বাচনী ক্যাম্পে বসে আলোচনা করছিলেন। এসময় মোটর সাইকল মার্কার চেয়ারম্যান প্রার্থী মিনফুজুর রহমান মিলনসহ তার কর্মীরা মোটর সাইকেলযোগে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে তাদের ডেকে কেন আনারসের ভোট করছে জানতে চেয়ে কিল-ঘুষিসহ লাঠি-সোটা দিয়ে মারধর করতে থাকে। পরে গ্রামের লোকজন খবর পেয়ে এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, ‘উপজেলা নির্বাচনে আনারস মার্কা প্রার্থীর সমর্থকদের ওপর হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।’

এ ব্যাপারে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ তাদের নেতাকর্মীরা একে অপরকে দোষারোপ করেন।

এদিকে এই বিষয়ে দুই পক্ষকেই জেলা নির্বাচন কার্যালয়ে তলব করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফজলুল করিম।