ঢাকা Saturday, 27 July 2024

পঞ্চগড়ে বনায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: 17:28, 31 March 2024

পঞ্চগড়ে বনায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বনভূমি রক্ষা সহ ও বনায়ন বৃদ্ধির লক্ষ্যে একদিনের কর্মশালা রোববার (৩১ মার্চ) পঞ্চগড় সদর সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র সদরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ফ্যাসিবিলিটি স্টাডি ফর ফরেস্ট ইকোস্টিম কনভারেশন এন্ড ইকোট্যুরিজম ডেপলোপমেন্ট অফ গ্রেটার দিনাজপুর এন্ড রংপুর রিজিয়ন প্রকল্পের আওতায় ‘‘স্থানীয় পর্যায়ে কর্মশালা’’ শীষর্ক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) পঞ্চগড় সদর মলিহা খাতুন ও সদর থানার ওসি তদন্ত রঞ্জু আহমেদ। কর্মশালায় সভাপতিত্ব করেন সদর  উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন।
মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার।তিনি প্রজেক্টরের মাধ্যমে বৃক্ষের প্রয়োজনীয়তা  ও তার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া বনায়ন বৃদ্ধিকল্পে সবাইকে এগিয়ে আসার কথা বলেন। পাশাপাশি বনাঞ্চল কমে যাওয়ার বিষয়ে আলোকপাত করেন। 
কর্মশালায় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য , বনায়নে উপকারভোগি , সরকারী কর্মকর্তা-কর্মচারী ,সাংবাদিক সহ ৩৯ জন অংশগ্রহন করেন।কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সদর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মধু সুধন বর্মণ।