ঢাকা Sunday, 05 May 2024

সিলেটে রমজানে দ্রব্যমূল্য নিয়ে শঙ্কা

সিলেট প্রতিনিধি 

প্রকাশিত: 12:31, 1 March 2024

সিলেটে রমজানে দ্রব্যমূল্য নিয়ে শঙ্কা

প্রতিবছরের মতো এ বছরও সিলেটে রমজানের আগ মুহূর্তে পাইকারি ও খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে সিলেটের পাইকারি বাজার নগরীর কালিঘাট বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়ছে।

এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির খবর চাউর হলেই ক্রেতাদের ভিড় বাড়ে বাজারে। অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি সদাই কিনে থাকেন। এই সুযোগে একটি সুযোগ সন্ধানী চক্র জিনিসপত্রের দাম আরো বাড়িয়ে দেয় বলে জানান বিশ্লেষকরা।

অন্যান্য বারের মতো এবারো রমজান সামনে রেখে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল, খেজুর ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এতে উৎকণ্ঠিত ক্রেতাসাধারণ।

এদিকে সরকার ঘোষণা দিয়েছে, রমজানে যেন পণ্যমূল্য সহনীয় থাকে সেজন্য সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর অংশ হিসেবে গত ৮ ফেব্রুয়ারি চাল, চিনি, তেল ও খেজুরের আমদানি কর কমানোর ঘোষণা দেয় সরকার। কিন্তু এরপর প্রায় তিন সপ্তাহ পার হলেও ভোক্তারা এর কোনো সুফল পাননি। উল্টো বাড়তে দেখা গেছে চিনি ও খেজুরের দাম।