ঢাকা Saturday, 27 July 2024

হানাদার মুক্ত দিবসে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও শোভাযাত্রা 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: 18:03, 4 December 2023

হানাদার মুক্ত দিবসে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও শোভাযাত্রা 

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে লাল-সবুজের পতাকা ছিনিয়ে আনে বাংলার মুক্তিকামী জনতা। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর লক্ষ্মীপুর হানাদার মুক্ত হয়। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর লক্ষ্মীপুর শহরের বাগবাড়ীর ক্যাম্প দখল করে লাল-সবুজ পতাকা ওড়ায় মুক্তি বাহিনী। 

দিবসটি উপলক্ষে সোমবার (৪ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সুরাইয়া জাহান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, আবুল বাশার বশির মাষ্টার, শামসুল ইসলাম চৌধুরী, হুমায়ুন কবির তোফায়েলসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধের গৌরবময় পটভূমি তুলে ধরেন।