ঢাকা Saturday, 27 July 2024

জামালপুরে ট্রেনে আগুন দেয়ার ঘটনার বিএনপি নেতাসহ গ্রেপ্তার ১১

জামালপুর প্রতিনিধি 

প্রকাশিত: 19:12, 20 November 2023

আপডেট: 19:15, 20 November 2023

জামালপুরে ট্রেনে আগুন দেয়ার ঘটনার বিএনপি নেতাসহ গ্রেপ্তার ১১

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী খানসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২০ নভেম্বর) দুপুরে তাদেরকে কোর্টে প্রেরণ করাহয়।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সরিষাবাড়িতে ট্রেনে আগুন দেওয়ার মামলায় লিকায়ত আলী খানকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা ট্রেন শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে সরিষাবাড়ী স্টেশনে এসে থামে। এরপর ট্রেনটি তারাকান্দির উদ্দেশ্যে ছাড়ার সাথে সাথে আগুন লাগার ঘটনা ঘটে। ট্রেনের ক, খ ও গ  বগিতে দাউদাউ করে আগুন জ্বলে উঠে। এসময় অন্য বগির আতঙ্কিত যাত্রীরা শিকল টেনে ট্রেন থামায়। এই ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে চারজন যাত্রী আহত হয়। 

এ ব্যাপারে (১৯নভেম্বর) হরতাল সমর্থনকারীদের বিরুদ্ধে জামালপুর জিআরপি থানায় মামলা দায়ের করেন সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার আব্দুস সালাম।