
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ক্যান্সারসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে ১৭ জন রোগীর মাঝে এই চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা)-এর সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
আরো উপস্থিত ছিলেন কুমারখালী পাবলিক লাইব্রেরির সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, কুমারখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন সুমনা প্রমুখ।