
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলংগা ইউনিয়নের নাইমুড়িতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস পালিত হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রোপা আমন ধানের রিলে প্রযুক্তির মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, সলংগা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সলংগা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সলংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার প্রমুখ।
মাঠ দিবসে সলংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিপুলসংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।