
পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত এলাকা থেকে প্রায় ১৯ কেজি ওজনের ১৯টি স্বর্ণের বারসহ জুয়েল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় ওই ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ প্রায় ২৪ হাজার টাকা জব্দ করা হয়। স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।
রোববার (১৬ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া সীমান্তের প্রধানপাড়া এলাকায় ঘাগড়া বিওপি কমান্ডার ননী গোপাল পালের নেতৃত্বে অভিযান চালায় একদল বিজিবি সদস্য।
জানা গেছে, জুয়েল নামে ওই ব্যক্তি মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। পথে তাকে আটক করে বিজিবি স্বর্ণের বারগুলো উদ্ধার করে তাকে পঞ্চগড় থানায় নিয়ে যায়। ভারতের পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তির বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তারা।
রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম।