
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘বাংলাদেশ বিনির্মাণে মানসন্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বিজ্ঞান কলেজ মাঠে বেলা ১১টায় এ সভা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য তানভীর ইমাম।
উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।