ঢাকা Friday, 17 May 2024

কুয়াকাটায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত 

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: 19:54, 15 September 2023

কুয়াকাটায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত 

জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

ওয়াটারকিপার্স বাংলাদেশ, কুয়াকাটা প্রেসক্লাব, আমরা কলাপাড়াবাসী, হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কুয়াকাটা ও নদী পরিব্রাজক দল কুয়াকাটার যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, পরিবেশকর্মী কামাল হাসান রনি প্রমুখ। 

বক্তারা জীবাশ্ম জ্বালানির নেতিবাচক প্রভাবের বিষয় উল্লেখ করে নবায়নযোগ্য জ্বলানির ব্যবহার বাড়াতে সরকারের প্রতি আহবান জানান। এ সময় সবুজায়ন প্রক্রিয়া বৃদ্ধির আবেদন জানানো হয়। জলবায়ু পরিবর্তনজনিত কারণে পানির উচ্চতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন। 

বক্তারা কলাপাড়ার উপকূলের সবুজ দেয়ালখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার দাবি করেন। ‘গ্লোবাল ডে অফ অ্যাকশন অ্যান্ড ফসিল ফুয়েলস ফর ক্লাইমেট জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে কুয়াকাটায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বলে জানান তারা।