ঢাকা Saturday, 20 April 2024

‘দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে অবদান রাখছে পায়রা বন্দর’

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: 18:42, 6 June 2023

আপডেট: 18:43, 6 June 2023

‘দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে অবদান রাখছে পায়রা বন্দর’

‘দেশের দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে বড় অবদান রেখে চলেছে পায়রা বন্দর’ - এমন মন্তব্য করেছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের  উন্নয়নের জন্য পায়রা বন্দর নির্মাণ করেছেন। এ বন্দর বর্তমানে স্বয়ংসম্পূর্ণতায় রূপ নিচ্ছে। ইতিমধ্যে  বিদেশি মাদার ভেসেল এ বন্দরে আসতে শুরু করেছে। এ বন্দরকে  ঘিরে কলাপাড়া আজ উন্নয়নের মহাসড়ক। পাল্টে যাচ্ছে মানুষের জীবনযাত্রা।

সোমবার (৫ জুন) রাতে কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে পায়রা বন্দরের নতুন চেয়ারম্যানকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পায়রা বন্দরের প্রকৌশল ও উন্নয়ন কমোডর রাজিব ত্রিপুরা, পায়রা বন্দরের প্রকল্প পরিচালক (ডিআইএসএফ) ক্যাপ্টেন এম মুমিনুজ্জামান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু।