ঢাকা Friday, 29 March 2024

চিলমারীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটক ২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: 20:02, 22 May 2023

চিলমারীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটক ২

কুড়িগ্রামের চিলমারীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই শ্রমিককে আটক করা হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে তাদের আটক করেন চিলমারী মডেল থানার ওসি মো. হারেছুল ইসলাম। 

আটককৃতরা হলেন - রমনা ইউনিয়নের মৃত আব্দুল মজিদের ছেলে মো. মোখলেছুর রহমান (৪৯) এবং একই ইউনিয়নের দক্ষিণ খড়খড়িয়া সাব বাঁধ এলাকার আবুহার মিয়ার ছেলে মো. আলামিন (২০)। 

ওসি মো. হারেছুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর ভিশন ও মিশন অনুযায়ী নদী রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য ডিআইজি ও এসপি স্যারের নির্দেশ অনুযায়ী এর আগে উপজেলার সকল বালু ব্যবসায়ী ও ড্রেজার মালিককে সতর্ক করা হয়েছে। তারপরও রমনা ইউনিয়নের ঝাঁকুয়াপাড়া এলাকায় ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে বালু উত্তোলন হচ্ছে - এমন সংবাদের ভিত্তিতে এসআই মমিন, এসআই আজিজুর, এসআই শাহাজালাল ও সংগীয় ফোর্সসহ অভিযান চালানো হয়।  

তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক খরখরিয়া এলাকার মৃত আবু বক্করের ছেলে আব্দুল কুদ্দুস পালিয়ে যান। এ সময় দুই শ্রমিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।