
লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জ বাজার বণিক সমিতির ১৬তম বার্ষিক সাধারণ সভা বুধবার (২২ মার্চ) রাতে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সহসভাপতি হারুন অর রশিদের পরিচালনায় সভার শুরুতে বিগত বছরের আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক ওমর ফারুক।
সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি হাজী দুধা মিয়া, তেওয়ারীগঞ্জ বাজার মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা নুরুল আলম, সাংবাদিক মো: রবিউল ইসলাম খান, সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান, সদস্য মন্তাজের রহমান, মাকসুদুর রহমান প্রমুখ।
সভা শেষে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা। এসময় সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয়রা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।