
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২২ মার্চ) দুপুরে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলহাজ বেনজির আহম্মেদ মুন্সীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক কামাল হোসেন খান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হক খান, পরীক্ষার্থীর মধ্যে মো. শাহরিয়ার খান, সাব্বির রহমান, মেহজাদুল মাহিয়া আক্তার প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান বলেন, শুধু সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
পরে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. কবির আহম্মেদ। অনুষ্ঠানে বিদ্যালয়টির সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এ বছর ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ২৮৫ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।