ঢাকা Thursday, 09 May 2024

পঞ্চগড়ে স্মার্ট বাংলাদেশের সহজ পাঠ বিষয়ক উঠান বৈঠক

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: 17:26, 22 March 2023

পঞ্চগড়ে স্মার্ট বাংলাদেশের সহজ পাঠ বিষয়ক উঠান বৈঠক

স্মার্ট বাংলাদেশের সহজ পাঠ বিষয়ক এক উঠান বৈঠক বুধবার (২২ মার্চ) বিকালে পঞ্চগড় পৌর এলাকার তুলারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবলীগ এ বৈঠকের আয়োজন করে। 

পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর হাসানাত মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাঈমুজ্জামান মুক্তা প্রধান অতিথি ছিলেন। 

এসময় নাঈমুজ্জামান মুক্তা বলেন,'স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্যে ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে। ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই আমাদের পরবর্তী লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই। 
 
বৈঠকে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমান্ডের সম্পাদক মণ্ডলীর সদস্য মেজর কাজী মৌসুমী (অব.), ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাজ্জাদ হোসেন, আব্দুল জব্বার রাজ, জিয়াসমিন শান্তা বক্তব্য দেন।