ঢাকা শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

Star Sangbad || স্টার সংবাদ

পঞ্চগড়ে ১২০ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি পেলেন ৩৮ জন

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১১, ১৬ মার্চ ২০২৩

পঞ্চগড়ে ১২০ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি পেলেন ৩৮ জন

শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে পঞ্চগড়ে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ৩৮ জন। এই চাকরি পেতে একেক জনের খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুস ছাড়াই বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হতদরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের এই তরুণ-তরুণীরা।

বুধবার (১৫ মার্চ) রাতে পঞ্চগড় পুলিশ লাইন সম্মেলন কক্ষে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন। এ সময় প্রাথমিকভাবে নির্বাচিত ৩২ জন পুরুষ এবং ছয়জন নারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।