ঢাকা Saturday, 04 May 2024

২৩ বছরেও এমপিওভুক্ত হয়নি উল্লাপাড়ার প্রতাপ কলেজ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: 17:16, 2 April 2024

২৩ বছরেও এমপিওভুক্ত হয়নি উল্লাপাড়ার প্রতাপ কলেজ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতাপ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রতিষ্ঠার প্রায় ২৩ বছর চলছে। কলেজটির নামে নিজস্ব জমি, সম্পদ ও ভবন রয়েছে। শিক্ষক ও কর্মচারী মিলে আছেন ১৪ জন। কিন্তু দীর্ঘদিনেও কলেজটি সরকারি এমপিওভুক্ত হয়নি।

জানা গেছে, বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ হাট ও বাজারের কাছাকাছি ২০০১ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। এর নামে জমি সম্পদের পরিমাণ ১ একর সাড়ে ২৫ শতক। 

প্রতিষ্ঠার পরপরই কলেজের নিজস্ব জায়গায় পাকা ভবনে অফিস রুমসহ শিক্ষার্থীদের জন্য একাধিক ক্লাসরুম নির্মাণ করা হয়েছে।

কলেজের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এখন শিক্ষক সংখ্যা সাতজন ও বিভিন্ন পদে কর্মচারী সাতজন। এমপিওভুক্ত না হওয়ায় এরা কেউ সরকারি বেতন-ভাতা পান না। কলেজটিতে এইচএসসির (ব্যবসায় ব্যবস্থাপনা) চলমান শিক্ষাবর্ষে শিক্ষার্থী সংখ্যা ১৭১ জন।

এখানে চালু থাকা দুটি ট্রেড হলো - ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। বিগত তিন বছরে এই কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার ফল বেশ ভালো বলে জানা গেছে। 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকিদা সুলতানা জানান, কলেজটি প্রতিষ্ঠার বছর তিনেক পর এমপিওভুক্ত হয়েছিল। কিন্তু তারপর অজ্ঞাত কারণে তা বাতিল করা হয়। এরপর থেকে এমপিওভুক্তির জন্য চেষ্টা চালানো হচ্ছে। নতুন কমিটি গঠন করা হয়েছে। 

তিনি আশা প্রকাশ করে বলেন, চলমান নীতিমালার (সংশোধিত) আলোকে কলেজটি এমপিওভুক্ত হবে।