ঢাকা Tuesday, 30 April 2024

ববিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৮.৪৩ শতাংশ

ববি প্রতিনিধি

প্রকাশিত: 16:53, 1 March 2024

ববিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৮.৪৩ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে উপস্থিতির হার ৮৮.৪৩% ৷ এ বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটে পরীক্ষার মোট পরিক্ষার্থী ছিলো ২ হাজার ২৩৯ জন শিক্ষার্থী৷ যার মধ্যে উপস্থিত ছিলো ১৯৮০ জন এবং পরীক্ষায় অনুপস্থিত ছিলো ২৫৯ জন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসাইন। 

শুক্রবার ( ১ মার্চ)  সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷

পরীক্ষার শুরুতে হল পরিদর্শনে যান বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা) ড. মুহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া  ৷এ সময় তিনি শিক্ষার্থীদের খোঁজ খবর নেন৷ 

হল পরিদর্শন শেষে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ইউনিটের পরীক্ষা এ পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি৷ সকলের সার্বিক সহোযোগিতায় এটা আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি৷ ভবিষ্যতেও ভর্তি পরীক্ষার আয়োজন এমন সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আশা রাখছি৷

পরীক্ষা শেষে ভর্তিচ্ছু এক পরীক্ষার্থী বলেন, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পেরেছি। কোনও রকম সমস্যা হয়নি। বিড়ম্বনা দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগকে আমাদের মুগ্ধ করেছে।

উল্লেখ্য, ঢাবির ক ইউনিটে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভাগীয় আরো সাতটি বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা সম্পন্ন হয়েছে৷