ঢাকা Thursday, 18 April 2024

চোটে বছর শেষ, আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় নেইমারের

ক্রীড়া ডেস্ক 

প্রকাশিত: 21:03, 29 November 2021

চোটে বছর শেষ, আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় নেইমারের

সেঁত এতিয়েঁর বিপক্ষে পাওয়া এই চোট সারিয়ে মাঠে ফিরতে অন্তত দেড় মাস মতো সময় লাগবে নেইমারের। ফলে ২০২১ সালে আর মাঠে নামার সম্ভাবনা নেই ব্রাজিলীয়ান এই ফরোয়ার্ডের ।

গতকাল সেঁত এতিয়েঁর মাঠে ম্যাচের ৮৪ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার ইভান মাকো কড়া এক ট্যাকলে এই চোট পান নেইমার। তা থেকে রক্ষা পেতে লাফিয়ে উঠরেও্র শেষ রক্ষা হয়নি। মাটিতে পড়ার পর তার বাম পা গিয়ে পড়ে মাকোর পায়ে। ভারসাম্য ধরে রাখতে না পেরে পা পড়ে বেকায়দায়, তাতেই পা গেছে মচকে। কাঁদতে কাঁদতে স্ট্রেচারে করে মাঠ থেকে বেরিয়ে যান নেইমার।

তবে নিজ ব্যক্তিগত ইনস্টাগ্রামে ভক্তসমর্থকদের নেইমার বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে এইসব চোট খেলোয়াড়দের জীবনের অংশ। আমি আরও ভালোভাবে ফিরবো, শক্তিশালী হয়ে ফিরবো।’

সেই ফেরাটা কবে হবে? দলটির মেডিক্যাল দল প্রাথমিক যাচাইয়ের পর জানিয়েছে, সে সময়টা অন্তত ছয় সপ্তাহ হবেই। তবে আজ আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর আসবে চূড়ান্ত ঘোষণা।