ঢাকা Wednesday, 24 April 2024

পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা

প্রকাশিত: 17:46, 14 September 2021

পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা। পিসিবির ৩০তম চেয়ারম্যান হিসেবে আগামী তিন বছরের জন্য নির্বাচিত হলেন তিনি।

রমিজের বিনা প্রতিন্দ্বন্দিতায় চেয়ারম্যান হওয়ার বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে পিসিবি। পিসিবির গভর্নিং বোর্ডের ছয় জন সদস্যের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

গত আগস্টে পিসিবির সভাপতি পদের মেয়াদ শেষ হয় এহসান মানির। এরপর থেকে সেই পদটি শূন্য ছিলো। সম্ভ্যাব্য উত্তরসূরি হিসেবে এগিয়ে ছিলেন রমিজই। কারণ গত ২৭ আগস্ট রমিজকে পরবর্তী চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাই পিসিবির ক্ষমতা পাওয়া সময়ের ব্যাপার ছিলো তার। শেষ পর্যন্ত দায়িত্ব পেলেন তিনি।

এর আগেও বোর্ডের সঙ্গে কাজ করেছিলেন রমিজ। ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত পিসিবির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন তিনি। ২০০৪ সালে ভারতের কাছে ওয়ানডে ও টেস্ট সিরিজ হারের পর বব উলমারকে জাতীয় দলের দায়িত্ব দিয়েছিলেন রমিজ।

খেলোয়াড়ি জীবনে দেশের হয়ে ৫৭টি টেস্টে ২৮৩৩ রান ও ১৯৮টি ওয়ানডেতে ৫৮৪১ রান করেন ৫৯ বছর বয়সী রমিজ।